গাজায় ২৪ ঘণ্টায় প্রাণ গেলো ২৪১

|

সোমবার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তুপ দেখছে ফিলিস্তিনিরা। ছবি: এপি

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ২৪১ ফিলিস্তিনির। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শতাধিক টার্গেটে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন তেল আবিবের আগ্রাসনে আহত হয়েছে আরও ৩৮২ জন। রাতভর চলে বোমাবর্ষণ। বুধবার (২৭ ডিসেম্বর) সকালেও বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় উপত্যকায়। চলছে স্থল অভিযানও।

গাজায় হামলার তীব্রতা কমবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ গাজায় অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছেন তিনি।

গাজায় আড়াই মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে প্রাণহানি ২১ হাজার ছুঁইছুঁই। যার বেশিরভাগই নারী ও শিশু।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply