টাইগার বোলিংয়ের সামনে দিশেহারা নিউজিল্যান্ড

|

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় স্বাগতিক নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রান তুলতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। কিউইদের চেপে ধরেন দুই টাইগার বোলার শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। দু’জনেই নেন ২টি করে উইকেট।

নেপিয়ারের ম্যাকলিন পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। এছাড়াও একাদশে জায়গা পান রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মেহেদী। টিম সেইফার্টকে বোল্ড করেন এই অফ স্পিনার। পরের ওভারে ফিন অ্যালেনকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। পরের বলে তিনি এলবিডব্লিউ করেছেন গ্ল্যান ফিলিপসকে। ফলে মাত্র ১ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কিউইরা।

নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদী। ১৪ রান করে সাজঘরে ফেরেন মিচেল। আক্রমণে এসে নিজের করা দ্বিতীয় বলেই উইকেট নেন রিশাদ হোসেন। তিনি ১৯ বলে ১৯ রান করা মার্ক চ্যাপম্যানকে আউট করেন তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply