ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিষয়টি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সংশ্লিষ্টদের মধ্যে। দেশটিতে তাই সকল ইসরায়েলি নাগরিককে সতর্ক করা হয়েছে এবং সেই সাথে ইসরায়েল প্রতীক বহনও এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। খবর এনডিটিভির।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দূতাবাসের সব কর্মী নিরাপদে আছেন বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের উপ-রাষ্ট্রদূত।
এটি দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় ভারতের নিরাপত্তা বাহিনী। আসল ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। ভারতে অবস্থানরত ইসরায়েলিদের শপিং মল বা বাজারের মতো জনসমাগমপূর্ণ অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।
এ নিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে তাদের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে তেল আবিব। তদন্তেও সহায়তা করার কথা জানিয়েছে তারা।
২০২১ সালে নয়াদিল্লিতে ইসরায়েলের দূতাবাসের সামনে ছোট একটি বোমা বিস্ফোরিত হয়। সেসময়ও হতাহত হয়নি কেউ। ঐ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দেয় তেল আবিব।
এসজেড/
Leave a reply