খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

|

রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত কাঁচা বাজার এলাকার এয়ারপোর্ট রোডে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার জানান, রাত ৯টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খিলক্ষেত বাস স্টপেজের যাত্রী ছাউনিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামের এক শিশুর মৃত্যু হয়। এছাড়া আহত হয় ৪ জন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল পান্ডে ও আমরিনা বেগম আরও দুইজন মারা যায়। বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, ঘটনার পর চালক পলাতক রয়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply