হুমকি দিয়ে, ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেয়া যাবে না। বৃহস্পতিবার (২৮ সকালে, রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে বিএনপিসহ সব দল সংগ্রাম করছে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্যই এ আন্দোলন। কিন্তু জনগণকে হুমকি-ভয় দেখিয়ে, ভোট দেয়াতে চায় ক্ষমতাসীন সরকার। তবে যেখানে মানুষের ভোট দেয়ার কোন আগ্রহ নাই; সেখানে হুমকি দিয়ে কাউকে কেন্দ্রে নেয়া যাবে না।
রিজভীর দাবি, জনগণ একতরফা ও তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ভোট বর্জনের মাধ্যমে, অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান তিনি।
এটিএম/
Leave a reply