খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত ১

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে নির্বাচনী প্রচারণার সময় তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমার উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কর্মী-সমর্থকদের মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে পানছড়ি উপজেলার দুদুকছড়ায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এ হামলা ঘটিয়েছে ধারণা করা হলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু চৌধুরী জানান, পানছড়ির দুদুকছড়া এলাকার মারমা পাড়ার একটি উঠান বৈঠক করার সময় ১০-১২ জনের সশস্ত্র কয়েকজন যুবক তাদের ওপর হামলা করে। এ সময় একটি মাইক্রোবাস, একটি কার ও ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

পরে সেখান থেকে ফিরে আসলেও থানায় অভিযোগ দায়ের করেননি তৃণমূল বিএনপির এই প্রার্থী।

এ বিষয়ে পানছড়ি থানার ওসি মো. সফিউল আজম বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে মৌখিক ও লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি।

এদিকে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ-এর (প্রসীত) জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, বিপুল চাকমাসহ সংগঠনের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ পানছড়িতে সংসদ নির্বাচন বর্জন করেছে। তাই হমলার ঘটনায় তারা জড়িত নন।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply