বরিশালে আ. লীগের জনসভায় সংঘর্ষ, অসুস্থ হয়ে কৃষক লীগ নেতার মৃত্যু

|

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর সমাবেশ শুরুর আগে এ সংঘর্ষ হয়।

বরিশাল ব্যুরো:

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় শাম্মি ও পংকজের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ হয়ে এক কৃষক লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় সময় জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৃত সিরাজ সিকদার (৫৮) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে শাম্মি আহমেদের ছোট ভাই সাহাব আহমেদের নেতৃত্বে তাদের কর্মী সমর্থকরা জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম-দক্ষিন প্রান্তে অবস্থা নেয়। আড়াইটার দিকে মাঠে প্রবেশ করে পংকজ নাথের কর্মী সমর্থকরা। তারা মাঠের পশ্চিম- দক্ষিন প্রান্তে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হট্টগোলের মধ্যে পরে অসুস্থ হন কৃষক লীগ নেতা সিরাজ সিকদার।  তাৎক্ষনিক তাকে শের-ই বাংলা মেডিকেল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শের-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক কবির উদ্দিন জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন বরিশাল মহানগর কোতোয়ালি থানা পুলিশ।

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ অভিযোগ করেছেন, কোনো উসকানি ছাড়া তার কর্মীদের উপর হামলা চালিয়েছে শাম্মি আহমেদের ক্যাডার বাহিনী।  হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন নিহত হয়েছেন।

শাম্মি আহমেদের ভাই মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদ বলেন, তাদের কর্মীরা আগে থেকেই মাঠে ছিলেন। পংকজের লোকজন মাঠে ঢুকেই তাদের কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় অসুস্থ হয়ে মারা গেছেন কৃষক লীগ নেতা সিরাজ সিকদার। তাকে শাম্মির সমর্থক বলে দাবি করেন সাহাব আহমেদ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে নৌকার টিকিট পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে মাঠে আছেন বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ। 

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply