পক্ষপাতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে: ডিআইজি আনোয়ার

|

পক্ষপাতের অভিযোগে যে সকল পুলিশ কর্মকর্তা বদলি এবং প্রত্যাহার হচ্ছে তাদের বিষয়ে তদন্ত চলছে। প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি আনোয়ার হোসেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি বলেন, পুলিশ রাষ্ট্রীয় সংস্থা, আইন মেনেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে পুলিশ কাজ করে না বলেও জানান এই ডিআইজি।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি সবাই যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে সেটি নিশ্চিতে কাজ করছে পুলিশ। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটছে। আনোয়ার হোসেন জানান, এসব ঘটনায় কাউকেই রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হচ্ছে না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply