হামাসের গাজা প্রধানের গোপন আস্তানা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আস্তানাটি সংগঠনটির গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছিল বলে জানায় দেশটির সামরিক বাহিনী।
শুক্রবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দেশটির সেনারা গত কয়েকদিনে গাজায় অবস্থিত এ নেতার বাড়ি ধ্বংস করেছে। একই সাথে মাটির তলদেশে টানেলের গোপন ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। আস্তানা থেকে উদ্ধার হওয়া অনেক স্পর্শকাতর নথিপত্রের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়েছে তারা।
তারা আরও জানায়, ইয়াহিয়ার টানেলটি ৬৫ ফুট গভীর এবং ৭১৫ ফুট দীর্ঘ ছিল। এতে বিদ্যুৎ, নামাজের ঘর ও বাতাস প্রবেশের ব্যবস্থাসহ উন্নত সুযোগ সুবিধা ছিল। পরে নিরাপত্তা বাহিনীর প্রকৌশল বিভাগ ধ্বংস করে টানেলটি।
/আরএইচ
Leave a reply