ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পারদখরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন।
গ্রেফতারকৃত আবু সাইদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শামীম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী বলে জানিয়েে র্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইশতিয়াক হোসাইন বলেন, সাবেক সেনা সদস্য এবং উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শামীম হোসেন হত্যার পর তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছিল। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু সাইদকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা
পরে জিজ্ঞাসাবাদে সাবেক সেনা সদস্য শামীম হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আবু সাইদ। তাকে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এএস/এনকে
Leave a reply