রাশিয়ায় বড় ধরনের বিমান হামলা ইউক্রেনের, নিহত ২০

|

রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনীয় সামরিক বাহিনীর আক্রমণের পর দমকলকর্মীদের গাড়ির আগুন নেভানোর একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

রাশিয়ায় বড় ধরনের বিমান হামলা চালালো ইউক্রেন। সীমান্তবর্তী বেলগোরদে প্রাণ গেছে কমপক্ষে ২০ জনের। এ হামলায় আহত হয়েছে অন্তত শতাধিক। রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর রাশিয়ার অভ্যন্তরে সবচেয়ে বড় হামলার ঘটনা এটি। এ হামলায় হতাহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। ৭০টির বেশি ড্রোন ছোঁড়া হয়েছে রুশ স্থাপনাকে লক্ষ্য করে।

বেলগোরদে ১৩টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে ক্রেমলিন। এছাড়াও মস্কোসহ আরও কয়েকটি শহরে ধ্বংস করা হয়েছে ৩২টি ড্রোন।

এদিকে ইউক্রেনেও অব্যাহত রয়েছে রুশ বাহিনীর হামলা। খেরসনে আবাসিক ভবনে হামলায় নিহত একজন। খারকিভে মস্কো বাহিনীর ছোঁড়া রকেটে আহত ১৯ জন।

এর আগে, শুক্রবার ইউক্রেনের বিভিন্ন শহরে বড় ধরণের হামলা চালায় রাশিয়া। এতে মৃত্যু হয় ৩৯ জনের।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply