পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোই প্রধান টার্গেট ইসরায়েলের

|

পরিবারের সদস্যদের হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা। ছবি: আল জাজিরা।

দখলকৃত পশ্চিম তীরে বহাল ইসরায়েলি বাহিনীর ধরপাকড়। দেশটির সামরিক বাহিনী আইডিএফ’ এর প্রধান টার্গেট শরণার্থী শিবিরগুলো। রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, তুলকারেম শহরের ‘নুর শামস’ শরণার্থী শিবিরের প্রবেশপথ বন্ধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। শিবিরের ভেতরে গোলাগুলির তীব্র আওয়াজও শোনা গেছে। এছাড়াও অবরুদ্ধ করে রাখা হয়েছে একটি হাসপাতাল।

জেরিকোর দক্ষিণ-পশ্চিমে ‘আকবাত জাবের’ শরণার্থী শিবিরেও হয়েছে সাঁড়াশি অভিযান। এদিকে হেবরন শহরের ‘আল ফাওয়ার’ রিফিউজি ক্যাম্পে প্রবেশ করে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী আইডিএফ।

পূর্ব জেরুজালেমের সিলওয়ানে ফিলিস্তিনিদের আবাসিক এলাকায়ও হয়েছে হামলা। বাড়ি-বাড়ি ঢুকে তল্লাশি চালায় আইডিএফ। স্থানীয় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের বাড়িঘরে বিস্ফোরক ছুঁড়ে মারার অভিযোগ তোলা হয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply