কয়েক শতাব্দী আগের কথা। ইউরোপের দেশ রোমানিয়া। এখানকার প্রাচীন লোকজনদের বিশ্বাস দুষ্ট আত্মা তাড়াতে নাচতে হবে। তাও আবার ভালুক সেজে। প্রত্যেক বছর শেষে সেই প্রথাটির পুনরাবৃত্তি করে থাকেন রোমানিয়ানরা। উৎসবটির নাম ‘ নৃত্য ভালুক উৎসব’। উৎসবটি দেখতে প্রতি বছরের ডিসেম্বরে সারা পৃথিবী থেকে রোমানিয়ায় ভিড় করে হাজারো পর্যটক। রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
দুষ্ট আত্মাকে তাড়াতে উত্তর-পূর্ব রোমানিয়ার লোকেরা ভালুকের চামড়া দান করতেন। এরপরই শুরু ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন। তবে একজন নয়, দু’জন নয়। পুরো গ্রাম অংশগ্রহণ করে থাকে এই উৎসবে।
ঐতিহ্যবাহী নৃত্য উৎসবে পরতে হয় নির্দিষ্ট এক ধরনের পোশাক। অনুষ্ঠানের মূল আকর্ষণই হলো এই পোশাক। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কী এমন পোশাক? যেহেতু উৎসবের মূল প্রতিপাদ্য হচ্ছে ভালুক। তাই রোমানিয়ানরা সবাই ভালুকের বেশ ধরেন। দেখে মনে হবে পুরো গ্রামে শুধু ভালুক আর ভালুক ঘুরছে।
সব বয়সের শত শত মানুষ, ভালুকের বেশ ধরে, প্রতি বছর শেষে গ্রাম ও শহরের চারপাশে ড্রামের বাজনায় নাচে এবং ঘুরে বেড়ায়। এই বছরের রোমানিয়ার কোমানেস্টি শহরে দেখা যায় এই অদ্ভুত দৃশ্য।
/এআই
Leave a reply