নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়, মুখস্থনির্ভরতা-পরীক্ষাভীতি থাকবে না। নতুন শিক্ষাক্রম হবে অভিজ্ঞতা ভিত্তিক। শিখন হবে সক্রিয়। শিক্ষার্থীরা গড়ে উঠবে স্মার্ট নাগরিক হিসেবে, গড়ে উঠবে সোনার মানুষ হিসেবে। গড়ে তুলবে সোনার বাংলা, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘বই উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, শিক্ষা ব্যবস্থায় হওয়া রূপান্তর নিয়ে কারো কারো সংশয় থাকতেই পারে। তবে এই শিক্ষাক্রম চালু হওয়ার পর থেকে শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখন শতভাগ। এছাড়া এই শিক্ষাক্রমে ঝরে পড়ার হার ন্যূনতম পর্যায়ে নেমে আসবে বলেও জানান তিনি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এই শিক্ষাক্রমের আওতায় প্রণিত বইগুলো এখনও পরীক্ষামূলক সংস্করণ। দেশের বড় বড় বিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষাবিদেরা মিলে বইগুলো তৈরি করেছে। এরপরেও আরও যারা বিশেষজ্ঞ ও উৎসাহী আছেন তাদেরকে বইগুলো পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বইগুলো পড়বেন ও বিশ্লেষণ করবেন। আপনাদের মূল্যবান পরামর্শ দিবেন। আপনাদের মতামত নিয়ে বইগুলো আরও পরিমার্জন করে কাঙ্ক্ষিত মানে উন্নিত করা হবে।
তবে এক্ষেত্রেও সতর্ক থাকতে হবে জানিয়ে দীপু মনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠির ব্যবসায়িক স্বার্থ কিংবা কারও হীন রাজনৈতিক স্বার্থে মিথ্যা ও অযৌক্তিক অপপ্রচার প্রশ্রয় দেয়া হবে না। নির্বাচনকে সামনে রেখে একটি চিহ্নিত মহল মিথ্যা অপপ্রচারের পায়তারা করতে পারে তাই অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অপপ্রচারে কান না দিতেও আহ্বান করেন শিক্ষামন্ত্রী।
/এমএইচ
Leave a reply