গাইবান্ধায় ফাঁকা জমিতে ছড়িয়ে ছিটিয়ে মানুষের মাথার তিনটি খুলি-হাড়হাড্ডি

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি ফাঁকা জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের মাথার তিনটি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড়হাড্ডি পাওয়া গেছে। পরে পাশেই একটি কবরস্থানে সেগুলো দাফন করেন স্থানীয়রা।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি সড়কের পাশের জমিতে খুলি ও হাড়হাড্ডিগুলো পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল জানান, জমিতে পড়ে থাকা মাথার খুলি ও দেহের বিভিন্ন হাড়হাড্ডিগুলো বেশ পুরনো। ধারণা করা হচ্ছে, তন্ত্র-মন্ত্র যাদুটোনার জন্য কেউ এগুলো কবরস্থান থেকে চুরি করেছে। এরপর ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার পথে লোকজনের ভয়ে হয়তো সেগুলো জমিতে ফেলে গেছে। তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদের ঈমামসহ এলাকাবাসী সেগুলো পাশের একটি কবরস্থানে দাফন করেন।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা এগুলো জমিতে ফেলে গেছে তা শনাক্তের চেষ্টাসহ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনা জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাথার খুলিসহ হাড়গোড় দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। তবে মাথার এসব খুলি ও হাড়-গোড়গুলো অনেক পুরোনো বলে ধারণা করছেন স্থানীয়রা।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে সাঘাটা উপজেলার কালপানি গ্রামের জয়নুল আবেদীন জয়ের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মানুষের মাথার খুলি-হাড়দণ্ড ও যাদুর বইসহ প্রতারণার কাজে ব্যবহ্নত বিভিন্ন উপকরণ জব্দ করে। এসময় জয়নুল আবেদীন জয়কে (৪৩) গ্রেফতার করে পুলিশ। তিনি বোনারপাড়া ইউনিয়নের কলাপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply