দক্ষিণ কোরিয়ায় ভারী তুষারপাতের রেকর্ড

|

ছবি: এপি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গত ৪০ বছরে ভারী তুষারপাতের রেকর্ড করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এপি।

দেশটির আবহাওয়া সংস্থা জানায়, শনিবার সিউলে ১২ দশমিক ২ সেন্টিমিটার (৪ দশমিক ৮ ইঞ্চি) তুষার পড়েছে। এটি ১৯৮১ সালের পর সবচেয়ে ভারী তুষারপাত। এছাড়া, সামনের দিনগুলোতে তুষারপাত আরও বাড়বে বলেও জানায় সংস্থাটি।

এদিকে, প্রচণ্ড ঠাণ্ডা আর চলাচলের অসুবিধার পরও তুষারপাতকে ঘিরে শহরজুড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। শহরের বাসিন্দারা স্লেডিং, স্নোবল ফাইটিংয়ের মতো বিভিন্ন খেলায় মেতে উঠেছে।

দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা সংস্থা জানায়, তুষারপাতে সিউল এবং অন্যান্য এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। তবে তুষারপাতের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply