ভোট বর্জনের নামে বিএনপির কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার সামিল: স্বরাষ্ট্রমন্ত্রী

|

দুইজন মন্ত্রী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বা গুপ্ত হত্যার বিষয়ে যে আশঙ্কা প্রকাশ করেছেন, তা নিয়ে সতর্ক আছে মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ভোট বর্জনের নামে বিএনপি নেতৃত্বাধীন বিরোধীরা যা করছে তা রাষ্ট্রদ্রোহিতার সামিল।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসির নির্দেশনা বিরোধী কাজ গহির্ত অপরাধ। সীমা লঙ্ঘন করলে জড়িতদের কেউই ছাড় পাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেশি বাড়াবাড়ি করলে বা সীমা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। কেননা, ভোট নির্বিঘ্ন করতে ইসি যে নির্দেশনা দিয়েছে সেটা আইন।

মন্ত্রী আশা করেন, এবার ভোটার উপস্থিতি বাড়বে। দাবি করেন, বিভিন্ন সংস্থা থেকে গুম খুনের যে তথ্য দেয়া হচ্ছে তা ভুল। তিনি বলেন, অনেক সময় দেখা যায়, যার তথ্য দেয়া হয়েছে, তিনি বিদেশে চলে গেছেন।

আসাদুজ্জামান খান বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুতি নেয়া হয়েছে। সারাদেশে নির্বাচন ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply