নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার ২ প্রার্থী

|

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির দুই প্রার্থী। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা শেষে এই ঘোষণা দেন ওই প্রার্থীরা।

সরে যাওয়া প্রার্থীরা হলেন, বরিশাল-২ ও ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী খলিলুর রহমান।

তাদের অভিযোগ, নির্বাচন কমিশন একটি দল তথা সরকারের পক্ষে কাজ করছে। বরিশাল-২, ৫ ও বরগুনা-১ আসনে নির্বাচনী পরিবেশ নেই। নির্বাচনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন জাতীয় পার্টির এই নেতারা।

এ বিষয়ে ইকবাল হোসেন তাপস বলেন, জনগণ ও আমার মতামত হলো আরেকটি ভাগাভাগি ও প্রহসনের নির্বাচনের দিকে যাচ্ছে। এখানে ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই।

আরেক প্রার্থী খলিলুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু হবে এটা কখনোই ভাবি না। যারা ভাবে নির্বাচন সুষ্ঠু হবে, তারা দেখুক ৭ তারিখে কী হয়। আমার ভালো লাগেনি, বিশ্বাস হয়নি; আমি নির্বাচন করবো না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply