দেশে প্রতি ৫ জনে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে: বিবিএস

|

ছবি: প্রতিকী

দেশে প্রতি ৫ জনের একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে খাদ্য নিরাপত্তা নিয়ে এমন প্রক্ষেপণ তুলে ধরেছে বিবিএস।

এতে বলা হয়, দেশে সার্বিকভাবে খাদ্য ঝুঁকিতে রয়েছে ২১ দশমিক ৯১ ভাগ মানুষ। আর তীব্র খাদ্য নিরাত্তাহীনতায় বসবাস করছে শূণ্য দশমিক ৮৩ ভাগ মানুষ।

দেশের সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে রংপুরের মানুষ। এই এলাকার ২৯ দশমিক ৯৮ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীন। আর তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে সিলেটের মানুষ। এলাকাটির ১ দশমিক ৪২ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

বিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়, গ্রামের ২৪ দশমিক ১২ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীন। শহরের ২০ দশমিক ৭৭ শতাংশ মানুষ। আর সিটি করপোরেশনের ১১ দশমিক ৪৫ ভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply