জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করলো বিশ্ববাসী। আতশবাজির বর্ণিল প্রদর্শনী আর নজরকাড়া আয়োজনের মধ্য দিয়ে ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশের মানুষ। রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভৌগলিক অবস্থানের কারণে, সবার আগে নতুন বছরে পা রাখে নিউজিল্যান্ডের দ্বীপ অকল্যান্ডের বাসিন্দারা। ঘড়ির কাটা রাত ১২টা ছুঁতেই আতশবাজির আলোকছটায় রঙিন হয়ে ওঠে আকাশ। নিউজিল্যান্ডের পর, বর্ষবরণের উৎসব চলে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়। ২০২৪ সালকে স্বাগত জানাতে সিডনি হারবারে চলে আলোক উৎসব। মূল আকর্ষণ ছিলো ১২ মিনিটের মনোমুগ্ধকর প্রদর্শনী।
নতুন বছরকে স্বাগত জানাতে পোড়ানো হয় প্রায় সাড়ে ৮ টন আতশবাজি। বর্ণিল এই উৎসবে ভিড় করেন লাখো মানুষ। পালাক্রমে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে এশিয়া ও ইউরোপের অনেক দেশ। বাদ পড়েনি ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠানও।
/এআই
Leave a reply