জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ বিশ্ববাসীর, ছবিতে এক নজরে

|

নতুন বছরকে স্বাগত জানাতে প্রায় এক লাখ মানুষের উপস্থিতিতে লন্ডনের টেমস নদীর তীরে ১২ মিনিটের আতশবাজি প্রদর্শন করা হয়। ছবি: আল জাজিরা।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করলো বিশ্ববাসী। আতশবাজির বর্ণিল প্রদর্শনী আর নজরকাড়া আয়োজনের মধ্য দিয়ে ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশের মানুষ। রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভৌগলিক অবস্থানের কারণে, সবার আগে নতুন বছরে পা রাখে নিউজিল্যান্ডের দ্বীপ অকল্যান্ডের বাসিন্দারা। ঘড়ির কাটা রাত ১২টা ছুঁতেই আতশবাজির আলোকছটায় রঙিন হয়ে ওঠে আকাশ। নিউজিল্যান্ডের পর, বর্ষবরণের উৎসব চলে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়। ২০২৪ সালকে স্বাগত জানাতে সিডনি হারবারে চলে আলোক উৎসব। মূল আকর্ষণ ছিলো ১২ মিনিটের মনোমুগ্ধকর প্রদর্শনী।

নতুন বছরকে স্বাগত জানাতে পোড়ানো হয় প্রায় সাড়ে ৮ টন আতশবাজি। বর্ণিল এই উৎসবে ভিড় করেন লাখো মানুষ। পালাক্রমে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে এশিয়া ও ইউরোপের অনেক দেশ। বাদ পড়েনি ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠানও।

অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ষবরণ উদযাপনের সময় সিডনি হারবার ব্রিজ এবং সিডনি অপেরা হাউসের সামনে আতশবাজির আলোয় রঙিন হয়ে উঠেছে আকাশ। ছবি: আল জাজিরা।
নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ারে নতুন বছর উদযাপন। ছবি: আল জাজিরা।
কাউন্টডাউন ইভেন্টের সময় টোকিও টাওয়ারের সামনে বেলুন হাতে অপেক্ষা করছে হাজারো জাপানিরা। ছবি: আল জাজিরা।
টোকিও’র দক্ষিণে ইয়োকোসুকাতে নতুন বছর উদযাপনের জন্য একটি আলোকিত ‘মিকোশি’ বা বহনযোগ্য মন্দির কাঁধে নিয়ে হাঁটছেন জাপানিরা।
ফিলিপাইনের মেট্রো ম্যানিলার মাকাতিতে নতুন বছর উদযাপনে রকওয়েল সেন্টারে আতশবাজির আলোয় রঙিন হয়ে উঠেছে আশপাশের সব ভবন।
থাইল্যান্ডের ব্যাংককে নতুন বছর উদযাপনের সময় গ্র্যান্ড প্যালেসের উপর আতশবাজি ফোটানোর একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।
জাকার্তার বুন্দারানে হোটেল ইন্দোনেশিয়ার গোলচত্বরের সামনে নতুন বছরকে স্বাগত জানাতে মোবাইল ফোন নিয়ে ছবি তুলছে হাজারো মানুষ। ছবি: আল জাজিরা।
দক্ষিণ কোরিয়ার সিউলে নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছে দু’জন নারী। ছবি: আল জাজিরা।
সিঙ্গাপুরে নতুন বছর উদযাপনের সময় ‘মেরিনা বে’ আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠেছে। ছবি: আল জাজিরা।
নতুন বছরকে বরণ করতে হাজারো দর্শক-শিল্পীদের উপস্থিতিতে ভরে উঠেছে বেইজিংয়ের শৌগাং পার্ক। ছবি: আল জাজিরা।
বেইজিংয়ে নতুন বছরের উদযাপনের অনুষ্ঠানে হাত উঠিয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ভক্তরা। ছবি: আল জাজিরা।
হংকংয়ে নতুন বছর উদযাপনের জন্য ভিক্টোরিয়া হারবারের আকাশে আতশবাজি ফোটানো হয়। ছবি: আল জাজিরা।
তাইওয়ানের নতুন বছর উদযাপনের সময় ‘তাইপেই-১০১’ বিল্ডিং থেকে আতশবাজি ফোটানোর একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।
ভারতের মুম্বাই শহরে নতুন বছর উদযাপনের একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।
নতুন বছর উপলক্ষে রাশিয়ার মস্কোর একটি মেলাতে নাগরদোলায় ঘুরে আনন্দ করছে শিশুরা। ছবি: আল জাজিরা।
নতুন বছর উদযাপন উপলক্ষে তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের ‘ইস্তিকলাল অ্যাভিনিউ’ জনসমুদ্রে পরিণত হয়েছে। ছবি: আল জাজিরা।
বছরের শেষ দিন উদযাপন উপলক্ষে গ্রীসের উত্তরের শহর থেসালোনিকিতে একজন ঐতিহ্যবাহী স্ট্রিট মিউজিশিয়ান সান্তা ক্লজ সেজে হেঁটে যাচ্ছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply