নতুন বছরে স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা উত্তর কোরিয়ার

|

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: বিবিসি।

২০২৪ সালে আরও নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। রোববার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর এপি’র।

প্রতিবেদনে বলা হয়, সামরিক শক্তিমত্তা জোরদারের লক্ষ্যে আরও তিনটি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া, জাপান ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় নেয়া হয়েছে এমন পদক্ষেপ।

কিম প্রশাসনের দাবি, চলতি বছর সামরিক খাতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনবে তারা। এ লক্ষ্যে পরমাণু কার্যক্রম আরও সমৃদ্ধ করা হবে।

এর আগে গেলো নভেম্বর মাসে, সফলভাবে প্রথম স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করেন দেশটির প্রধান পিয়ংইয়ং। কিম প্রশাসনের দাবি, এরইমধ্যে ওয়াশিংটন ও সিউলের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি প্রেরণ করেছে স্যাটেলাইটটি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply