ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। নিরাপত্তা ঝুঁকিতে সরিয়ে নেয়া হয়েছে অন্তত আড়াইশ’ রোগীকে। এরইমধ্যে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
গণমাধ্যম জানিয়েছে, কলেজের এম.সি.এইচ ভবনে অবস্থিত দোকানটির পাশেই রয়েছে অক্সিজেন স্টোর। সেখান থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। ওই ভবনেই রয়েছে কার্ডিওলজি, আইসিইউ এবং মেডিসিন বিভাগ।
আগুন ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। স্ট্রেচারে করে বের করে আনা হয়, গুরুতর অসুস্থ অনেক রোগীকে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি উপমহাদেশের এক অন্যতম প্রাচীন স্থাপনা।
Leave a reply