বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে নেদারল্যান্ডসের বিভিন্ন স্থান জুড়ে সহিংসতা

|

দাঙ্গাকারীদের থামাতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। ছবি: রয়টার্স।

বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে নেদারল্যান্ডসের বিভিন্ন স্থান জুড়ে সহিংসতা হয়েছে। এসময় পুলিশি ধরপাকড়ে গ্রেফতার করা হয়েছে দুই শতাধিক দাঙ্গাকারীকে। সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দাঙ্গাকারীদের সাথে সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, আতশবাজী পোড়ানো, র‍্যালি এবং মদের পার্টি থেকে ছড়ায় এই সহিংসতা। তারই প্রতিক্রিয়ায় আগুন দেয়া হয় বিভিন্ন স্থাপনা, গাড়ি ও বাসে।

এ ঘটনার জেরে ব্যাপক সংঘর্ষ হয় বিভিন্ন গ্যাং সদস্যদের মাঝে। আমস্টারডাম ও হগসহ বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে দাঙ্গা। এরপরই অ্যাকশানে নামে পুলিশ। ছোঁড়া হয় টিয়ারগ্যাস। করা হয় লাঠিচার্জ। অন্তত ১০টি স্থানে বড় ধরণের অগ্নিকাণ্ড হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply