ওয়ার্নারের বিদায়ী টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

|

ছবি: সংগৃহীত

ডেভিড ওয়ার্নারের বিদায়ী ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করা কামিন্সের দল উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। অর্থাৎ মেলবোর্ন টেস্টে খেলা একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।

তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও সফরকারী পাকিস্তান। অজি অধিনায়ক নিশ্চিত করেছেন একাদশ, বক্সিং ডে টেস্টে তাদের জয়ের একাদশ অপরিবর্তিতই রয়েছে। যার লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ৩-০ ক্লিন সুইপ। 

গত জুনে অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়ে ছিলেন পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে খেলেই ১২ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। বিদায় টেস্টের আগেই অবশ্য ভালো নেই ওয়ার্নার। ব্যাগি গ্রিন ক্যাপ হারিয়ে এই ওপেনার।

প্রথম দুই টেস্টে হেরে এরমধ্যেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। সিডনিতে তৃতীয় টেস্ট এখন কেবলই নিয়মরক্ষার। সিরিজ হারলেও, জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে আছে পাকিস্তান। কারণ গত ২৮ বছরে অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৬ টেস্ট হেরেছে পাকরা। সিরিজের শেষ টেস্ট জিতে জয়ে খরা কাটানোর পাশাপাশি হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় পাকিস্তান। 

৩য় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক) ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply