শরীয়তপুর-২: নৌকার দুই নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

|

স্টাফ করেসপনডেন্ট, শরীয়তপুর:

শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলায় রাতের অন্ধকারে নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের দুটি নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের সিংহলমুড়ি ও ভূমখাড়া ইউনিয়নের গোড়াগাঁও এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে সিংহলমুড়ি ও গোড়াগাঁও এলাকার দুটি নির্বাচনী কার্যালয়ের অগ্নিসংযোগের পাশাপাশি ব্যানার-পোস্টার ছিড়ে ফেলা হয়। এ সময় ক্যাম্পে থাকা ৫টি চেয়ারও পুড়ে যায়।

নৌকার প্রার্থীর দাবি ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর দাবি নৌকার সমর্থকরা নিজেরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে তাদের ওপর দোষ চাপাচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply