সিরাজের পেস আগুনে পুড়ছে দক্ষিণ আফ্রিকা

|

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেপ টাউনে আগে ব্যাট করতে নেমে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বোলিং তোপের মুখে পড়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে প্রোটিয়ারা। সিরাজ একাই নেন ৫ উইকেট।

বুধবার (৩ জানুয়ারি) কেপ টাউনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিয়ান এলগার। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এলগার। তবে বিদায়ী টেস্টের প্রথম ইনিংস রাঙাতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।

দিনের শুরুতে ব্যাট করতে নেমে ৬ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়ারা। শুরুতেই ২ রান করা এইডেন মার্করাম ও ৪ রান করা অধিনায়ক ডিন এলগারকে সাজঘরের পথ দেখান মোহাম্মদ সিরাজ। এরপর আর খাঁদের কিনারা থেকে বেড়িয়ে আসতে পারেনি প্রোটিয়ারা।

সিরাজের বোলিং তোপে একে একে সাজঘরে ফেরেন টনি ডি জর্জি, ডেভিড বেডিংহ্যাম ও মার্কো ইয়ানসেন। একমাত্র বেডিংহ্যাম ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। মাঝে স্টাবসকে সাজঘরে ফিরিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply