পরিবেশ বান্ধব রাসায়নিক শিল্প-কারখানা নিয়ে গবেষণায় সাফল্য পাওয়ায় যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। অভিজাত এ পুরস্কারের জন্য বুধবার ফ্রান্সেস আর্নল্ড, জর্জ পি স্মিথ এবং গ্রেগরি উইন্টারের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
এদের মধ্যে মোট পুরষ্কারের অর্ধেক পাবেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস আর্নল্ড। বাকি অর্ধেক যৌথভাবে পাবেন মার্কিন গবেষক জর্জ পি স্মিথ এবং যুক্তরাজ্যের গ্রেগরি উইন্টার।
দীর্ঘদিন ধরেই পরিবেশ বান্ধব জ্বালানী নিয়ে গবেষণা করছেন এই তিন বিজ্ঞানী। রাসায়নিক শিল্প কারখানায় কিভাবে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে দূষণ কমানো যায় তা নিয়ে গবেষণা করেন এই তিন বিজ্ঞানী। তাদের আবিষ্কৃত প্রযুক্তির ফলে দূষণ থেকে মানব দেহে সৃষ্ট রোগের প্রকোপ কমানো সম্ভব।
Leave a reply