প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়, আওয়ামী লীগ এগিয়ে নেয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। কারণ, তারা জ্বালাও-পোড়াও আর মানুষ খুন ছাড়া দেশবাসীকে কিছু দিতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়। আমরা ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়। দুর্নীতি, দুঃশাসন আর মানুষ খুন হলো বিএনপির একমাত্র গুণ।
তিনি বলেন, বিশ্বব্যাংক মনে করেছিল, তারা টাকা না দিলে পদ্মা সেতু নির্মিত হবে না। কিন্তু আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। দুর্নীতির কথা বলেছিল তারা। আমি বলেছিলাম, প্রমাণ দিতে হবে। তারা প্রমাণ করতে পারেনি। মামলা হয়েছিল কানাডার কোর্টে। কোর্ট বলেছিল, এখানে দুর্নীতি হয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা নিজের অর্থে পদ্মাসেতু নির্মাণ করব। আমরা তা করতে পেরেছি।
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ৭ মার্চের (১৯৭১ সালে) ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন– কেউ দাবায়া রাখতে পারবা না। বাংলাদেশকে কেউ দাবায়া রাখতে পারবে না। নারায়ণগঞ্জ ‘স্মার্ট সিটি’ হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, আজই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভা করছেন প্রধানমন্ত্রী। এরপর আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
/এএম
Leave a reply