জাপানে ৭২ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৮০ বছরের বৃদ্ধা

|

ওয়াজিমা শহরে অনেক মানুষ ধসে পড়া বাড়ির নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: ইপিএ

জাপানে ভূমিকম্পে বিধ্বস্ত বাড়ির নিচ থেকে প্রায় ৭২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ বছরের এক বৃদ্ধাকে। বুধবার (৩ জানুয়ারি) দেশটির সুজু এলাকায় তাকে নিজবাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। খবর বিবিসির।

জীবিত উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ। ব্রডকাস্টার এনএইচকেতে প্রচারিত হওয়া ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া বাড়ি থেকে ওয়াজিমা শহরের ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। যদিও তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

গত সোমবার (১ জানুয়ারি) ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে জাপানের মধ্যাঞ্চলে। এখনও জীবিত পাওয়ার আশা ক্ষীণ হলেও ভারী বৃষ্টি ও তীব্র ঠাণ্ডার মধ্যেই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এরইমধ্যে মৃতের সংখ্যা ৮২ ছাড়িয়েছে। ভূমিকম্পের পর প্রায় ছয়শটি কম্পন অনুভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও ভূমিধসের শঙ্কা রয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply