ইতালিয়ান আলোকচিত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

|

চট্টগ্রামে ইতালিয়ান আলোকচিত্রী ক্রিস্টিনা জাম্মার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নগদ টাকা ও মোবাইল ফোন।

গ্রেফতারকৃতরা হলেন হলেন– নুরুদ্দীন, রুবেল, মোমিন ও আরাফাত মিয়া। তাদের মধ্যে মূল পরিকল্পনাকারী হলেন নুরুদ্দীন। আর মোমিন ছিনতাই করা মোবাইল ফোনটি কিনেছিলেন বলে পুলিশের ভাষ্য।

পুলিশ জানায়, অটোরিকশাটির চালক রুবেল দিনের বেলায় গাড়ি চালাতো। মঙ্গলবার রাতে অটোরিকশাটি চালান নুরুদ্দিন এবং রুবেল পেছন থেকে টান মেরে ব্যাগ ছিনিয়ে নেন ক্রিস্টিনা জাম্মার।

ইতালিয়ান আলোকচিত্রী ক্রিস্টিনা জাম্মার ব্যাগ ছিনতাই হয়।

এর আগে, মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে আলোকচিত্রী ক্রিস্টিনা জাম্মার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাগের ভেতর ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিল। আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply