পঞ্চগড়ে নির্বাচন কেন্দ্রিক নাশকতা এড়াতে বিজিবির ‘ডগ স্কোয়াড’ তল্লাশি শুরু

|

পঞ্চগড় প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে পঞ্চগড়ে বিজিবির ‘ডগ স্কোয়াড’ তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন ভোট কেন্দ্র ও এর আশেপাশ এলাকায় এরই মধ্যে এই কার্যক্রম শুরু করেছে বিজিবির সদস্যরা।

পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক এলাকা থেকে তল্লাশি কার্যক্রম শুরু হয়। স্পর্শকাতর স্থানগুলোতে (কে-৯ ইউনিটের) ডগ স্কোয়াডের সদস্যদের নিয়ে বিজিবির মাঠ পর্যায়ে তল্লাশি কার্যক্রম চলছে।

জানা গেছে, নির্বাচন কমিশন ও বিজিবি সদর দফতরের নির্দেশানায় পঞ্চগড় জেলায় ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এ সশস্ত্র বাহিনীর সদস্যরা এই এলাকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। সেই সাথে বেসামরিক প্রশাসনকেও বিভিন্ন সহায়তা প্রদান করবে বিজিবির সদস্যরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply