পাকিস্তানে সংসদ নির্বাচন স্থগিত

|

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা সংসদ নির্বাচন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তা পিছিয়ে দেয়া হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সংসদ নির্বাচন পিছিয়ে দিতে পার্লামেন্টে রেজ্যুলেশন পাশ করা হয়েছে। এ সময় সংসদে উপস্থিত ছিলেন মাত্র ১৪ জন আইনপ্রনেতা। বিলটি সংসদে উত্থাপন করেন স্বতন্ত্র সিনেটর দিলওয়ার খান।

তিনি বলেন, স্বাভাবিক তাপমাত্রায় নির্বাচনে ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে। কিন্তু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার বেশিরভাগ অঞ্চলে বেশি ঠান্ডার ফলে ভোটার উপস্থিত কম থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

দিলওয়ার খান আরও বলেন, সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক নেতাদের ওপর প্রাণঘাতী হামলায় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply