আমরা রাস্তার কুকুরের মতো জীবনযাপন করছি: ফিলিস্তিনি পরিবার

|

শরণার্থী শিবিরে একটি ছোট তাঁবু করে ১০ সদস্য বিশিষ্ট আবু জারাদ পরিবার। ছবি: স্কাই নিউজ।

ইসরায়েলি আগ্রাসন থেকে প্রাণ বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরগুলোর তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। তাদের ভাষ্যমতে, কুকুরের মতো জীবনযাপন করছেন। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজায় বেশিরভাগ ফিলিস্তিনি পরিবার প্রাণভয়ে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। বাস্তুচ্যুত হওয়ার পরে তাদের সংগ্রামের বর্ণনা দিয়েছেন অনেকেই।

প্রায় তিন মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর, ১০ সদস্য বিশিষ্ট আবু জারাদ পরিবার উত্তর গাজায় তাদের তিন বেডরুমের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারা এখন মাওয়াসি শরণার্থী শিবিরের একটি আবর্জনা-বিস্তৃত বালুকাময় জায়গায় তাঁবু বানিয়ে বসবাস করছে।

পরিবারের বয়স্ক সদস্য আওয়াতিফ আবু জারাদ বলেন, রাতে কুকুররা তাঁবুর উপর ঘোরাফেরা করে। নিরাপত্তাহীনতায় প্রত্যেকটি রাত পার করছি। কুকুরের মতো জীবনযাপন করছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন এই বৃদ্ধ। শুধু এই পরিবার নয়, সংঘর্ষের কারণে গাজার প্রতিটি পরিবারের অবস্থা প্রায় একই রকম বলে জানান আওয়াতিফের ভাই নোমান।

যুদ্ধের প্রথম দিনেই আবু জারাদ পরিবার উত্তর সীমান্তের শহর বেইট হানুনে তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নিকটবর্তী শহর বেইট লাহিয়ায় এক আত্মীয়ের সাথে থাকা শুরু করে তারা।

ছয় দিন পর, সীমান্ত এলাকায় ইসরায়েলি হামলার তীব্রতা তাদের দক্ষিণে গাজা শহরের আল কুদস হাসপাতালে পাঠায়। এরপর তারা ১০ কিলোমিটার পায়ে হেঁটে মধ্য গাজার নুসিরাত শহুরে শরণার্থী শিবিরে এসে পৌঁছান।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply