সবচেয়ে কম প্রার্থী যে আসনে

|

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৭৩ জন প্রার্থী। কোনো আসনে প্রার্থীর সংখ্যা কম, আবার কোনোটিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী রয়েছেন।

এরমধ্যে সবচেয়ে কম প্রার্থী রয়েছে পার্বত্য জেলার বান্দরবন আসনে। আসনটিতে মাত্র দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সংসদীয় আসন-৩০০-এ আওয়ামী লীগের বীর বাহাদুর উ শৈ সিং ও জাতীয় পার্টির এ টি এম শহীদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ২০টি আসনে ৩ জন করে প্রার্থী রয়েছেন। আসনগুলো হলো ঝালকাঠি-২, ভোলা-১, বরিশাল-১ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া-৪, চাঁদপুর-১, নোয়াখালী-৬, রাঙ্গামাটি, ফরিদপুর-২, মাদারীপুর-১, যশোর-১, জামালপুর-৩, শেরপুর-২, সিরাজগঞ্জ-৪, দিনাজপুর- ২, রংপুর-২ ও ৪, গাইবান্ধা-৪, সিলেট-৪ ও মৌলভীবাজার-৪।

উল্লেখ্য, এবার ২৯৯ আসনে নির্বাচন হচ্ছে। নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর ওই আসনে ভোটের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে। তখন আরও প্রার্থী যুক্ত হতে পারে।

এদিকে, গাইবান্ধা-৫ আসনে ভোট বন্ধ করেছে বলে ইসি থেকে জানানো হয়। এ নিয়ে পরে ব্রিফ করা হবে বলেও জানায়। কিন্তু এ নিয়ে এখনও অফিসিয়ালি ব্রিফ বা বিজ্ঞপ্তি প্রকাশ না করায় কিছুটা ধোঁয়াশা রয়েছে।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply