ভোট নিয়ে আ. লীগের সাথে কমনওয়েলথের পর্যবেক্ষক দলের বৈঠক

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষক দল। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে হয় এ বৈঠক।

এ সময় কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতারা।

বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেত্তে ব্রুস গোল্ডিং। আর ১০ সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়মী লীগ সাধারণ সম্পাদকের সাথে ছিলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির দফতর ব্যবস্থাপনা উপকমিটির সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মিডিয়া উপকমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। দলটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক মো. জিয়াউদ্দিন ও সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান উপস্থিত ছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply