বিশ্বের সবচেয়ে বেশি পাখির দেশ হিসেবে রেকর্ড গড়লো লাতিন আমেরিকার দেশ পেরু। এখন পর্যন্ত এক হাজার ৮৭৯ প্রজাতির অস্তিত্ব গণনা করেছে জাতীয় পাখি রেকর্ড কমিটি। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এমএসএন এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় প্রাণীতে ভরপুর এই দেশটি। ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুর কারণে লাতিন আমেরিকার এই দেশে দেখা যায় জীববৈচিত্রের বিপুল ভান্ডার। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে গণনা করা হয়েছে দেশটিতে বসবাসকারী পাখির প্রজাতির সংখ্যা।
পেরুভিয়ান বার্ড রেকর্ড কমিটির সদস্য ফার্নান্দো আগুইলো বলেন, আমরা নিশ্চিত যে প্রকৃতপক্ষেই সবগুলো প্রজাতির পাখি পেরুতে আছে। তারপরও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে আমাদের সাউথ আমেরিকান বার্ড কমিটির অনুমোদন প্রয়োজন। আমরা সেই প্রস্তুতিও নিয়েছি। খুব দ্রুতই প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাঠানো হবে তাদের কাছে।
এর আগে, সবচেয়ে বেশি পাখির প্রজাতি রেকর্ড করা হয়েছিলো কলোম্বিয়ায়। প্রায় ১ হাজার ৮শ’ ৬৯ প্রজাতির পাখি রয়েছে দেশটিতে। ১ হাজার ৮শ’ ৫৯ প্রজাতির পাখি নিয়ে তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ আমেরিকার আরেক দেশ ব্রাজিল।
\এআই/
Leave a reply