আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপূজা দিতে ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। এ সময় তাঁর স্ত্রী সঙ্গে ছিলেন। এদিকে অসুস্থতার কারণে ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে আছেন প্রধান বিচারপতি।
বিকেল ৫টার দিকে প্রধান বিচারপতি তার স্ত্রীসহ হেয়ার রোডের বাসা থেকে মন্দিরের উদ্দেশে রওনা হন। এরপর তিনি ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেন। তিনি সেখানে ২০ মিনিটের মতো ছিলেন। তারপর বাসায় ফিরে আসেন। তবে প্রধান বিচারপতির মন্দিরে যাওয়ার বিষয়টি পূর্বনির্ধারিত ছিল না।
তার আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে তার হেয়ার রোডের বাসভবনে দেখা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
Leave a reply