খাগড়াছড়িতে জাল ভোটের অভিযোগ: পানছড়িতে আটক ৪

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে। রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে ভোট কেন্দ্র দখলে নিয়ে জাল ভোটের দেয়ার একাধিক অভিযোগ উঠতে থাকে নৌকার বিরুদ্ধে।

জেলা শহরের মুসলিম পাড়া, শালবাগান, পানছড়িতে কয়েকটি কেন্দ্রে জাল অভিযোগ উঠেছে বেশি বলে অভিযোগ রয়েছে।

মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে প্রথম দেড় ঘণ্টায় ৬৬ জন ভোটার ভোট দেন। বেলা বাড়ার সাথে সাথে নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে এসে লাইনে দাঁড় করিয়ে দেন। এরপর কয়েক ঘণ্টা ঠিক থাকলেও পরের একই ব্যক্তিকে একাধিক ভোট দেয়ার জন্য কেন্দ্রে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম পাড়ার কয়েকজন ভোটার দুপুরের আগে ভোট দিতে গেলে তাদের ভোট হয়ে গেছে বলে জানিয়েছেন। অনেকেই ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফেরত আসলেও প্রকাশ্যে কোনো ধরণের আক্ষেপ বা অভিযোগ করছেন না।

এদিকে, পানছড়ি উপজেলায় জাল ভোট দেয়ার সময় ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলপন, ফাতেমা নগর এলাকার মো. শওকত, একই এলাকার জাহিদ হাসান, মো. হালিম, মো. কূল মিয়া। এদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া শহর কেন্দ্রিক কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি মোটামুটিভাবে দেখা গেলেও শহরতলী ও দুর্গম বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিত নেই বললেই চলে।

প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পাহাড়ি ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা প্রদানসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে ইউপিডিএফ এর বিরুদ্ধে। তাছাড়া জাল ভোট নিয়ে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply