গাইবান্ধার সাদুল্লাপুরে দুইটি ভোট কেন্দ্রে হামলা-ককটেল বিস্ফোরণ

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাদুল্লাপুর উপজেলার দুটি ভোট কেন্দ্রে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল, দুটি অটোরিকশা ও কয়েকটি দোকান ভাঙচুর করেছে।

ভোটগ্রহণ চলাকালে রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ইদিলপুর ইউনিয়নের তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মেহেদী হাসান জানান, ভোটগ্রহণ চলাকালে হঠাৎ করেই মাস্ক পরিহিত আট-দশ জনের একটি দল কেন্দ্রে প্রবেশ করে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা কেন্দ্রে থাকা একটি মোটরসাইকেল ও ভোটার বহনকারী ব্যাটারিচালিত দুটি অটোরিক্সা এবং কেন্দ্রের সামনের কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। ভাঙচুর করা মোটরসাইকেলটি ইদিলপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল ইসলামের বলেও জানান তিনি।

এছাড়া তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একইভাবে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বত্তরা। এতে মুর্হূতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply