হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ ইসরায়েলে

|

জেলের পোশাক পরা একজন ব্যক্তি তেল আবিবে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চিত্রিত করে মুখোশ পরেছেন। ছবি: আল জাজিরা।

হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবার (৭ জানুয়ারি) রাজধানী তেলআবিবে জড়ো হয় শত শত মানুষ। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পতাকা ও প্ল্যাকার্ড হাতে আন্দোলনে যোগ দেন বিক্ষোভকারীরা। এ সময় সরকারের কাছে বন্দিদের মুক্তি নিশ্চিতের দাবি জানান তারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতেও হয় আরেকটি বিক্ষোভ সমাবেশ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদে অংশ নেন কয়েকশ’ ইসরায়েলি। দাবি, জিম্মি মুক্তির বদলে রাজনৈতিক স্বার্থসিদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। হামাসের অভিযানের শততম দিন পার হয়ে গেলেও জিম্মিদের ফিরিয়ে আনতে চরমভাবে ব্যর্থ সরকার। নেতানিয়াহুকে অযোগ্য আখ্যায়িত করেন তারা। নেতানিয়াহুর দ্রুত পদত্যাগের দাবিও তোলেন তারা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply