নিগারের ঢেঁকির কাছে হারলো শামীম পাটোয়ারীর লাঙ্গল

|

ছবি: সংগৃহীত

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের কাছে সমঝোতা করে আসন নিয়েও হেরেছেন জাতীয় পার্টির প্রার্থী দুইবারের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এই আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারীর মেয়ে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আসনটিতে ১১৪টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৯১ হাজার ৪৬০ জন। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি) পেয়েছেন ৬৬ হাজার ৪৯ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট। ফলে ২২ হাজার ৫৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার।

জোটগত সিদ্ধান্তে আওয়ামী লীগ গাইবান্ধা-১ আসন ছেড়ে দেয় জাতীয় পার্টিকে। এ কারণে নৌকার মনোনয়ন পেয়েও প্রার্থিতা প্রত্যাহার করতে হয় আফরুজা বারীকে। তবে মনোনয়ন প্রত্যাহার করলেও মেয়ে নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (প্রস্তাবিত) সদস্য।

নাহিদ নিগার, শামীম হায়দার পাটোয়ারীসহ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১০ প্রার্থী। এর মধ্যে জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বিএনএফ, বাংলাদেশ কল্যাণ পার্টিসহ দলীয় প্রার্থী ৬ জন। বাকি চার জন স্বতন্ত্র প্রার্থী।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১ হাজার ৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে ভোটে অংশ নেয়া ২৮ দলের প্রার্থী ১ হাজার ৫৩৫ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হয়নি। পুনরায় সেখানে তফসিল ঘোষণা করা হবে। তখন আরও প্রার্থী যুক্ত হতে পারে।

চব্বিশের ভোটে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। আর নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২। ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

সুনির্দিষ্ট কত শতাংশ ভোট পড়েছে, তা এখনও জানা যায়নি। তবে ৪০ শতাংশের মতো ভোটগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটের হার একটু এদিক-ওদিক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply