অনুশীলনে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন তামিম

|

ছবি: সংগৃহীত

আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা তামিম ইকবাল নতুন করে চোটে পড়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইনডোরে তাসকিন আহমেদের বলে ব্যাটিং অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন বাঁহাতি ওপেনার। শুরুতে গুরুতর কিছু মনে করা না হলেও, শেষ পর্যন্ত আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার।

অনুশীলন চলাকালে তাসকিনের একটি বল এসে তামিমের বাম হাতের তর্জনি আঙুলে আঘাত করে। পরে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেছেন। পরবর্তীতে নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে। ধারণা করা হচ্ছে খুব একটা গুরুতর কিছু নয়।

বাংলাদেশের হয়ে গত বছরের ২৩ সেপ্টেম্বর সবশেষ ম্যাচ খেলেছেন তামিম। এরপর থেকেই চোটের কারণে মাঠের বাইরে তিনি। খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপ, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে সিরিজেও ছিলে দর্শকের ভূমিকায়।

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে তামিমের দল মাঠে নামবে একদিন পর, রংপুর রাইডার্সের বিপক্ষে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply