রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে ধরে রাখার উদ্যোগ

|

দশভাগ মূল্যস্ফীতি ‘যথেষ্ট মানসম্মত’ বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বললেন, অর্থনীতি চালাতে হলে মূল্যস্ফীতির প্রয়োজন আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ যাতে ৩০ বিলিয়ন ডলারের নিচে না নামে, তা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও জয়ী হয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন তিনি। কথা বলেন সাংবাদিকদের সাথে।

সে সময় আলাপে উঠে আসে মূল্যস্ফীতির হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংক খাত ও অর্থনীতির গতি প্রবাহের বিষয়ে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা ভালো বলে দাবি করেন আ হ ম মুস্তফা কামাল। তবে বললেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে লক্ষ্য দিয়েছে তা পূরণ সম্ভব হবে না।

ব্যাংক খাতের সংস্কারের সুফল মিলছে বলেও মনে করেন, অর্থমন্ত্রী। জানান, ৬-৯ সুদহার অর্থনীতিকে চাঙ্গা করেছে। সে সময় এই সিদ্ধান্ত না নিলে দেশের অর্থনীতি হারিয়ে যেতো। আর এখন বাস্তব অবস্থা পর্যালোচনা করে সুদহার বাড়ানো হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply