সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করাই আজকের শপথ: ওবায়দুল কাদের

|

সাম্প্রদায়িক অপশক্তি দেশে যে বিষবৃক্ষ ছড়িয়েছে, তা সমূলে উৎপাটন করাই আজকের দিনের শপথ। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিনে ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজকে যে বিষবৃক্ষ ডালপালা ছড়িয়েছে, এটাকে উৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা অভিমুখে আমাদের অভিযাত্রা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুহীন বাংলাদেশের বিজয় ছিল অসম্পূর্ণ। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা পেয়েছিল বলে জানান ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৮ আসনের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন। জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন, জাসদের ১, কল্যাণ পার্টির ১ ও ওয়ার্কার্স পার্টির ১ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply