৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

|

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

ঘন কুয়াশার কার‌ণে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দে‌শের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল স্বাভা‌বিক হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে নদী‌তে কুয়াশার ঘনত্ব ক‌মে গে‌লে এরু‌টে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থে‌কে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইড‌ব্লিউটি‌সি কর্তৃপক্ষ।

এদি‌কে দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রান্তে বেশ কিছু যানবাহন সি‌রিয়া‌লে আট‌কে প‌ড়ে। ফ‌লে তীব্র শী‌তের ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ন যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল সা‌ড়ে ৯টা থে‌কে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। এরআগে কুয়াশায় কিছুই না দেখ‌তে পাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থে‌কে ফেরি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছি‌লে। এখন নদী পারের অ‌পেক্ষায় সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের সি‌রিয়াল দ্রুত ক‌মে যা‌বে বলে জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply