নওগাঁয় কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমান মাদক জব্দ

|

রাজশাহী ব্যুরো:

নওগাঁয় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ১৩৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১০ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব-৫ এর অধিনায়ক মুনীম ফেরদৌস।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার মান্দা থানার ফতেপুর জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম, আব্দুল শুকুর (২৮)। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বণী গ্রামের লিয়াকত আলীর ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কাভার্ড ভ্যান যোগে কুমিল্লা হতে রাজশাহীতে একটি গাঁজার চালান আসছে। এ খবর পেয়ে র‍্যাবের একটি দল কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করতে থাকে। পরে নওগাঁ জেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপর একটি চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় সংকেত দিলে কাভার্ডভ্যানটির চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। এ সময় ভ্যানটির চালককে আটক করতে সক্ষম হয় তারা। পরে চালকের দেয়া তথ্য অনুযায়ী ভ্যানটির ভেতরে একটি বস্তা থেকে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলার মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply