দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই এবং বিরোধী দল- পিএমএলএন’র সভাপতি শাহবাজ শরিফ। শুক্রবার রাতে তাকে আটক করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো- এনএবি।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা আশিয়ানা হাউজিংয়ের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তিনি।
দুর্নীতিবিরোধী সংস্থাটি জানায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৪শ’কোটি রুপির আসিয়ান হাউজিং স্কিম এবং পানি বিশুদ্ধকরণ প্রকল্পে দুর্নীতির সাথে জড়িত ছিলেন শাহবাজ। নিয়মবহির্ভূতভাবে পছন্দের প্রতিষ্ঠানকে ঠিকাদারি পাইয়ে দেয়ারও অভিযোগ রয়েছে ৬৭ বছর বয়সী এ নেতার বিরুদ্ধে।
তিনটি মামলায় আটক শাহবাজকে রিমান্ডে নিতে আজ লাহোরের আদালতে আবেদন করবে এনএবি।
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এর আগে মেয়ে ও জামাতাসহ দণ্ডিত হন নওয়াজ শরিফ। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তারা।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply