তুরাগে যাত্রীবাহী ট্রলারডুবি; নিখোঁজ বেশ কয়েকজন

|

সাভারের আশুলিয়ায় তুরাগ নদে ট্রলার ডুবে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার রুস্তমপুর এলাকায় তুরাগ নদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে নদের গুদারাঘাট থেকে ১৫/১৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রুস্তমপুর যাচ্ছিলো। এ সময় টঙ্গী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ৮/৯ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply