গাজা ধ্বংসের পরিকল্পনা ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের: দক্ষিণ আফ্রিকার আইনজীবী

|

অবরুদ্ধ গাজা উপত্যকাকে গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছে ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব। আগ্রাসনের ধরনই ইসরায়েলের গণহত্যার পরিকল্পনা স্পষ্ট করে। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানির প্রথম দিন এমন যুক্তি উপস্থাপন করেছে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গাজায় গণহত্যা চালানোর অভিযোগের ওপর দুই দিনের শুনানির প্রথম দিনে নেদারল্যান্ডসে অবস্থিত আইসিজেতে এমন বক্তব্য দেন দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা। জাতিসংঘের শীর্ষ এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।

এ সময় ফিলিস্তিনে সামরিক অভিযান বন্ধেরও আবেদন জানান তারা। পাশাপাশি এদিন অঞ্চলটিতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আবেদন জানান তারা।

আইনজীবীরা বলেন, প্রতিদিনই ফিলিস্তিনিদের জীবন, সম্পদ, মর্যাদার অপূরণীয় ক্ষতি হচ্ছে। আদালতের রায় ছাড়া কোনোভাবেই এই দুর্ভোগের অবসান সম্ভব নয় বলেও দাবি আইনজীবীদের।

এসব অভিযোগের প্রেক্ষিতে আজ আইসিজেতে পাল্টা বক্তব্য উপস্থাপন করবে তেল আবিব।

এর আগে, গত ডিসেম্বরে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। যদিও, শুরু থেকেই দায় অস্বীকার করে আসছে ইসরায়েল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply