ভাঙ্গায় গ্রামবাসীর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

|

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

পূর্বশত্রুতা ও গ্রাম্য দলাদলির জের ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার এ ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। গুরুতর আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট খারদিয়া গ্রামে দুই দলের নেতৃত্ব দেয় শালা কাওছার মাতুব্বর ও দুলাভাই জলিল মাতুব্বর। এই দুই দলের মধ্যে দীর্ঘ ৪০ বছর ধরে মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। 

গত ছয় মাস আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালা-দুলাভাই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দুলাভাই জলিল মাতুব্বরের দলের আলমগীর মাতুব্বর মারা যায়। তখন শালা কাউছার মাতুব্বরসহ তার দলের প্রায় ৫৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। সেই হত্যা মামলায় কাওছার মাতুব্বরসহ সকলে দীর্ঘদিন কারাগারে ছিল। 

এদিকে কাউছার মাতুব্বরের দলের পান্নাল মাতুব্বরের মালয়েশিয়া থেকে দেশে আসার খবর পেয়ে তাকে মারতে ওঁত পেতে থাকে জলিল মাতুব্বরের দলের লোকজন। পান্নাল তার দলের মামলা-মোকদ্দমার সমস্ত খরচ ব্যয় করতো।

পরে, গতকাল সন্ধ্যায় জলিল মাতুব্বরের লোকজন পান্নালকে মারতে এলে তখন তার (পান্নালের) দলের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে ছুটে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে কমপক্ষে ১৫ জন লোক আহত হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খারদিয়া গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় পান্নালকে প্রধান আসামি করে  রাতে ১৬ জনের নামে  মামলা হয়েছে। আসামিদেরকে আটকের চেষ্টা চলছে। 

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply